উন্নয়ন সংস্থার উদ্যোগে খুলনাসহ সকল শাখা অফিসে করোনার টিকার ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু।
উন্নয়ন সংস্থার উদ্যোগে খুলনাসহ সকল শাখা অফিসে একযোগে করোনা ভাইরাসের টিকা গ্রহণের জন্য ফ্রি রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হয়েছে। গত ৩১/০৭/২০২১ইং তারিখ সকাল ১০টায় উন্নয়ন সংস্থার বানিয়াখামারস্থ প্রধান কার্যালয় চত্বরে কার্যক্রমের উদ্বোধন করেন সংস্থার নির্বাহী পরিচালক জনাব এস.এম মোস্তাফিজুর রহমান।
সহকারী প্রকল্প সমন্বয়কারী জনাব জোবায়ের হোসেন উক্ত কার্যক্রমের দ্বায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রধান হিসাবরক্ষক এস. এম. যোবায়ের হোসেন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মোস্তাফিজুর রহমান, সহঃ মানবসম্পদ কর্মকর্তা ছাবেকুন্নাহার, প্রধান ঋণ সমন্বয়কারী মোঃ জিল্লুর রহমানসহ প্রধান কার্যালয়ের সকল কর্মকর্তা। উদ্বোধনী অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্যে সংস্থার নির্বাহী পরিচালক জনাব এস. এম মোস্তাফিজুর রহমান বলেন, করোনা ভাইরাসের এ মহামারীতে সামাজিক দ্বায়বদ্ধতার জায়গা থেকে উন্নয়ন সংস্থা কর্তৃক এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, সংস্থা কর্তৃক ইতোপূর্বে সংস্থার সকল কর্মএলাকায় স্থানীয় প্রশাসনের মাধ্যমে কর্মহীন মানুষদের খাদ্যসহায়তার জন্য নগদ অর্থ প্রদান করা হয়েছে।
Recent Comments